News Demo 11

বছরের সেরা দ্বিতীয় মহারাজা

ভালো সিনেমা দর্শক পায়, এটাই ধ্রুব সত্য। কিংবা বলা যেতে পারে গল্প ও নির্মাণের মুন্সিয়ানা দেখাতে পারলে প্রচারের জৌলুস ছাড়াও সিনেমা সাফল্য পায়। সেই প্রমাণ দিলো ‘মহারাজা’। চলতি বছরে তামিল সিনেমা হিসেবে সেরা সফল ছবির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এটি। প্রথম স্থানে রয়েছে প্রায় ১৪৭ কোটি কোটি রুপিরও বেশি ব্যবসা করা কমল হাসানের ‘ইন্ডিয়ান ২’।

দক্ষিণ ভারতের সিনেমার সুপারস্টার বিজয় সেতুপতি অভিনীত ‘মহারাজা’ এখন পর্যন্ত বিশ্বজুড়ে ৭১.৩০ কোটি রুপি আয় করেছে। ২০ কোটি বাজেটের ছবিটি নিট আয় ঘরে তুলেছে ৫১.৩০ কোটি রুপি। যা বিনিয়োগের ২৫৬ শতাংশ।

সিনেমা হল ও ওটিটি, দুই প্লাটফর্মেই মহারাজা আদতে সবাইকে বিস্মিত করেছে সাফল্য দিয়ে, এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যমগুলো।

চলতি বছরের ১৪ জুন হলে মুক্তি পায় ‘মহারাজা’। এরপর ছবিটি ভালো রিভিউ পায় সমালোচকদের কাছ থেকে। দর্শকের কাছ থেকেও ভালো সাড়া পায় সিনেমাটি। ট্যাক্সসহ ভারত থেকে সিনেমাটি আয় করে ৮৪.১৩ কোটি। সারাবিশ্ব থেকে আয় করে প্রায় ১০৯.১৩ কোটি রুপি। ২০ কোটি বাজেটে নির্মিত ‘মহারাজা’ ছবির এই সাফল্য রাজকীয়ই বটে।

 

হলে মুক্তির পর ভালো সাড়া দেখে নেটফ্লিক্স সিনেমাটি মুক্তি দেয় ১২ জুলাই। তামিল, হিন্দি, তেলেগু, কন্নড় এবং মালায়লাম ভাষায় মুক্তি পেয়ে সিনেমাটি বিশ্বের নানা দেশের দর্শককে বিনোদিত করেছে।

news11add

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed