News Demo 11

প্রতিদিন ৩৫ কোটি টাকার আম বিক্রি হয় কানসাটে

আম বাজারের কথা মনে পড়লেই প্রথমে মনে পড়বে চাঁপাইনবাবগঞ্জের কানসাট আম বাজারের কথা। দেশের সবচেয়ে বড় এই আম বাজারে দিনে অন্তত ৩০-৩৫ কোটি টাকার আম কেনাবেচা হয়।

তবে সম্প্রতি শাটডাউন-কারফিউয়ের প্রভাবে আমের বেচাকেনা নেমে এসেছিল ৮-১০ কোটিতে। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। দৈনিক ৩০-৩৫ কোটি টাকার আম বিক্রি হচ্ছে এই বাজারে।

 

সোমবার (২৯ জুলাই) দুপুরে জাগো নিউজের সঙ্গে কথা হয় কানসাট আম আড়তদার সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ওমর ফারুক টিপুর সঙ্গে।

তিনি বলেন, কোটা আন্দোলনের প্রভাব পড়েছিল আম বাজারেও। সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারছিল না আমভর্তি ট্রাক। তবে এখন অনেকটা স্বাভাবিক। এখন দৈনিক প্রায় ৩০-৩৫ লাখ টাকার আম বিক্রি হচ্ছে। প্রতিদিন প্রায় ৫০০ আড়তে কেনাবেচা হয় আম। কাজ করছেন হাজারো শ্রমিক।

এই বাজারে আশ্বিনা, ফজলি, আম্রপালি, ব্যানানা ম্যাংগো, বারি-৪, বারি-১১, হাড়িভাঙা, গৌড়মতিসহ বিভিন্ন জাতের আম পাওয়া যাচ্ছে।

 

এবার জেলায় চার লাখ ৫০ হাজার টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। যা গতবছর ছিল চার লাখ ২৫ হাজার টন।

news11add

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed